জলবায়ু সম্মেলনের আগে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:০৫ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:০৬ পিএম

জলবায়ু নিয়ে নানা উদ্বেগের মধ্যে স্পেনে আজ সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৫।

দু'সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দিয়েছেন।

কার্বন নির্গমন কমানোর জন্য আগে যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছিল- সেই লক্ষ্যমাত্রাগুলো আরো বাড়ানোর প্রশ্নটি আলোচিত হবে এ সম্মেলনে।

পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সমস্যা নয়, এখন এটি জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের জলবায়ু দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে নজিরবিহীন দাবানল, বন্যা, সাইক্লোন, খরা এসবের মধ্যে তারই চিহ্ন দেখা যাচ্ছে। 

এই সম্মেলনের আগে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে সারাবিশ্বে গত শুক্রবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়।-বিবিসি ও রয়টার্স



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh