নাটোরে জোড়া লাগানো শিশুর জন্ম

প্রতিনিধি, নাটোর

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭ পিএম

জোড়া লাগানো শিশু

জোড়া লাগানো শিশু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আটোয়া গ্রামে আদরী বেগম (৩২) নামে এক গৃহবধূ জোড়া লাগানো জমজ শিশুর জন্ম দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শিশুদের জন্ম হয়।

আদরী বেগম  আটোয়া গ্রামের তাজেল হোসেনের স্ত্রী।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুটি সুস্থ আছে। তবে মা আদরী বেগম অতিরিক্ত রক্তক্ষণের কারণে অসুস্থ হয়ে পড়েন। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাক্ষনিক এ্যাম্বুলেন্স ডেকে প্রয়োজনীয় অর্থ দিয়ে জমজ শিশু ও অসুস্থ মাকে নাটোর সদর হাসপাতালে পাঠান।

পৌর মেয়র জাকির হোসেন জানান, পৌরসভা ও তার ব্যক্তিগত অর্থায়নে ওই জমজ শিশুসহ মায়ের চিকিসা করানো হচ্ছে। তাদের ব্যাপারে প্রতিনিয়ত খোঁজ নেয়া হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh