ঘুরে আসুন মাছের রাজ্য ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪০ পিএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম

ছবি: ট্রাভেল বাংলাদেশ।

ছবি: ট্রাভেল বাংলাদেশ।

কক্সবাজার পর্যটন জেলা হিসেবে সুপরিচিত। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, ঝাউবন, ইনানী, পতেঙ্গা, ঝাউতলা বীচ, রামু বৌদ্ধ জাদি, হিমছড়ি, সাফারি পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। কক্সবাজারে আরো একটি বিনোদন কেন্দ্র রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করে। আর তা হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত। এটি আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম।

এখানে রয়েছে প্রায় একশো প্রজাতির বিরল প্রকৃতির মাছ। লোনা পানি ও মিঠা পানির মাছসহ বিদেশি মাছও রয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নির্মাণে ব্যয় হয়েছে প্রায় একশো কোটি টাকা। সময় লেগেছে দুই বছর। 

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকতেই পর্যটকদের স্বাগতম জানায় দৈত্যাকারের দুটো ব্ল্যাক পিরানহা। পাশে রয়েছে কঙ্কালও। সুড়ঙ্গ পথ দিয়ে সামনে এগুলেই হাতের বামে, ডানে এমনকি মাথার উপরেও মাছের রাজ্য চোখে পড়বে। স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যায় জলজ প্রাণীর জীবন। 

এখানে গেলে মনে হবে গায়ের পাশে ঘুর ঘুর করছে কাঁকড়া, কচ্ছপ, কুচিয়া, আউসসহ অন্যান্য প্রাণীরা। লবস্টার, কোরাল, জেলিফিশসহ নানা প্রজাতির মাছ দেখতে পাবেন।

চিংড়ি, স্টিং রে, ঝুঁটি হাঙ্গর, পাঙ্গাস, থাই সরপুটি, মহাশোল, কোরাল, পুঁটি, আফ্রিকান মাগুর, দেশীয় মাগুর, ফলি, পটকা, ভোল কোরাল, অক্টোপাস, কামিলা, বিদ্যুৎ মাছ, ব্ল্যাক কিং, নীলরঙা ভোল, কুরুমা স্প্রিং, লাল কাঁকড়া, রাইল্যা, কামিলা, বাগদা ফ্রাই, গলদা ফ্রাই, বাইল্লা, রাজকাঁকড়া, স্টার ফিশ, স্টোন ফিশসহ কারো কারো মতে এখানে দুইশো প্রজাতির মাছ রয়েছে। 

এখানে আরো রয়েছে ছবি তোলার ডিজিটাল কালার ল্যাব, থ্রি নাইন ডি মুভি দেখার চমৎকার স্থান, প্রার্থনা কক্ষ, বিয়ে কিংবা অন্যান্য পার্টির জন্য কনফারেন্স হল, শিশুদের খেলাধুলার চমৎকার আয়োজন, লাইভ ফিশ রেস্টুরেন্ট, শপিং করার জন্য আধুনিক শপ, দেশি ও বিদেশি হরেক রকম পাখি। 

প্রবেশ মূল্য

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করতে হলে দেশি পর্যটকদের ১০০০ টাকা এবং বিদেশি পর্যটকদের ২০০০ টাকা গুণতে হবে। বাচ্চাদের জন্য রয়েছে ফ্রি টিকেট। বয়সভেদে টিকেট মূল্যের তারতম্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে টিকেটের উপর ছাড় দেয়া হয়।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh