রাতের অপেক্ষা

নাজমুল মাতুব্বর

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০, ১১:০৭ পিএম

মানুষ তো দিন শেষে সেখানেই ফিরতে চায়,
যেখানে সারাদিনের ঝড়-ঝঞ্ঝা উপেক্ষিত;
ক্লান্তি, যন্ত্রণা কিংবা মানসিক চাপ পরাজয় 
মেনে নেয় অবলিলায়।

আমার ঘর আছে; প্রাসাদসম। ফিরতে হয়।
যতোটা না ইচ্ছায় তার থেকে বেশি অভ্যস্ততায়। 

সে ঘরে রাত নামে না। দিন শেষে সমাধি থেকে উঠে আসে সেইসব বিকলাঙ্গ স্বপ্নেরা। 
যারা উপেক্ষিত ছিলো, যাদেরকে পূর্ণাঙ্গ রুপ দেয়নি আমার ব্যস্ততা। 

সময় কাটে তাদের সাথে, আক্ষেপ আর অভিযোগে নয়, আমার করা বোকামিগুলোকে নিয়ে। 
তখন আমার যত্নে গড়া স্বপ্নগুলো, গভীর ঘুমে দিনের অপেক্ষায়। 

আর আমি, আরো একটি রাতের অপেক্ষা করি, মৃত স্বপ্নদের নিয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh