ইতিহাসে ৭ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্‌মোর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্‌মোর।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৬১০ সালের এই দিনে গ্যালিলিও প্রথম তার আবিষ্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন।

১৭৮২ সালের এই দিনে আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব নর্থ আমেরিকা চালু হয়।

১৯২৭ সালের এই দিনে প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত হয়। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়।

১৯৪৫ সালের এই দিনে তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবি করেন।

১৯৫২ সালের এই দিনে আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।

১৯৫৯ সালের এই দিনে আমেরিকা কিউবার ফিদেল কাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়।

১৯৮৪ সালের এই দিনে ব্রুনাই আসিয়ানের ৬ষ্ঠ সদস্যপদ গ্রহণ করে।

১৯৮৯ সালের এই দিনে জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।

১৯৯৩ সালের এই দিনে বসনিয়া যুদ্ধে বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে।

জন্ম

১৮০০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্‌মোর জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালের এই দিনে জাপানি ভয়েস অভিনেতা ইচিরু মিজুকি জন্মগ্রহণ করেন।

১৯৭৯ সালের এই দিনে বলিউডের অভিনেত্রী বিপাসা বসু জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালের এই দিনে বেলজিয়াম ফুটবল তারকা এডেন হ্যার্জাড জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৪৩ সালের এই দিনে বিখ্যাত সার্বিয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী নিকোলা টেসলা মৃত্যুবরণ করেন।

১৯৯৮ সালের এই দিনে মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং মৃত্যুবরণ করেন। 

২০১৬ সালের এই দিনে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মু্ফতি মুহাম্মদ সাঈদ মৃত্যুবরণ করেন।

দিবস 

আজ কম্বোডিয়ায় গণহত্যা দিবস। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh