ইতিহাসে ৯ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৪৮ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৪৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৭৯৯ সালের এই দিনে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।

১৮১১ সালের এই দিনে প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।

১৯৪২ সালের এই দিনে জাপানের সৈন্যবাহিনী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দখল করে।

১৯৯৫ সালের এই দিনে ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমানবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।

২০০৫ সালের এই দিনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।

জন্ম

১৫৫৪ সালের এই দিনে পোপ পঞ্চদশ গ্রেগরি জন্ম গ্রহণ করেন।

১৮১১ সালের এই দিনে ইংরেজ সাংবাদিক ও লেখক গিলবার্ট অ্যাবট এ বেকেট জন্ম গ্রহণ করেছিলেন।  

১৮৮৪ সালের এই দিনে সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৮৯০ সালের এই দিনে খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার ক্যারেল কাপেক জন্মগ্রহণ করেন।

১৯১২ সালের এই দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায় জন্মগ্রহণ করেন।

১৯১৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন জন্মগ্রহণ করেন। 

১৯২২ সালের এই দিনে হর নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক গোবিন্দ খোরানা জন্মগ্রহণ করেন।

১৯৪৪ সালের এই দিনে ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক জিমি পেজ জন্মগ্রহণ করেন।

১৯৬৫ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান জন্মগ্রহণ করেন।

১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার জন্মগ্রহণ করেন।

১৯৮৯ সালের এই দিনে বুলগেরিয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা নিনা ডব্রেভ জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১২৮৩ সালের এই দিনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন তিয়ানজিয়ান মৃত্যুবরণ করেন।

১৬৯৩ সালের এই দিনে কলকাতা নগরীর পত্তনকারী জোব চার্নক মৃত্যুবরণ করেন।

১৭৫৭ সালের এই দিনে ফরাসি লেখক, কবি ও নাট্যকার বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে মৃত্যুবরণ করেন।

১৯২৩ সালের এই দিনে প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।

১৯৪৫ সালের এই দিনে ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড মৃত্যুবরণ করেন।

১৯৬১ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ এমিলি গ্রিন বল্চ মৃত্যুবরণ করেন। 

১৯৮৪ সালের এই দিনে ভারতবিদ্যা বিশেষজ্ঞ জন ব্রাফে মৃত্যুবরণ করেন।

১৯৯৪ সালের এই দিনে কমিউনিস্ট নেতা দেবেন শিকদার পরলোকগমন করেন।

১৯৯৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ কেনিচি ফুকুই মৃত্যুবরণ করেন।

২০১৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ডেল টমাস মর্টেনসেন মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh