ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু মাত্র: হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১২:৫২ পিএম

হিজবুল্লাহ। ফাইল ছবি

হিজবুল্লাহ। ফাইল ছবি

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে তেহরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র নেতা হাসান নাসরাল্লাহ আরো হামলার ইঙ্গিত দিয়ে বলেছেন, ওই হামলা ছিল শুরু মাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রবিবার ৯০ মিনিটের এক ভাষণে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়াশিংটনের মুখে ‘চড়’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, এটি ছিল ‘দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ’। যে পথ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের পুরোপুরি তাড়িয়ে দেবে।

নাসরাল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রকে আমাদের অঞ্চল থেকে তাদের ঘাঁটি, সেনা, কর্মকর্তা ও যুদ্ধজাহাজ সরিয়ে নিতে হবে। তাদের চলে গেছে।

তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, বিকল্প হলো তারা যদি স্বেচ্ছায় না যায় তাহলে বাধ্য করা হবে।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হিজবুল্লাহ নেতা ইরানের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা একটি ধাপের কথা বলছি, একটি নতুন যুদ্ধের কথা বলছি যা এই অঞ্চলে নতুন যুগের সূচনা করবে।

উল্লেখ্য, হিজবুল্লাহ ইরানের খুব ঘনিষ্ঠ। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে থাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh