একসঙ্গে পরমব্রত-আবীর-মোশারফ করিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১২:০০ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ০১:১৪ পিএম

ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’তে একসঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমকে। 

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ব্রাত্যর ছবি ‘ডিকশনারি’ নির্মাণ করা হবে।

এর আগে ‘শাহজাহান রিজেন্সি’তে একসঙ্গে কাজ করেছেন টালিউডের জনপ্রিয় এই দুই অভিনেতা পরমব্রত ও আবীর। এবার তাদের সঙ্গে দেখা যাবে মোশারফ করিমকে।

প্রায় ন’বছর পরে পরিচালক হিসেবে বড় পর্দায় ফিরছেন ব্রাত্য। নতুন ছবিতে অভিনেতা নির্ধারিত হলেও তবে অভিনেত্রী এখনও নির্বাচন করা হয়নি। তবে নুসরাত জাহানের কাছে সিনেমার প্রস্তাব গেছে। তিনি এখনো চূড়ান্ত সম্মতি দেননি।

সিনেমার একটি ট্র্যাকে থাকবেন মোশারফ এবং ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু। মোশারফ এক নব্য ব্যবসায়ীর চরিত্রে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন।

অন্য ট্র্যাকটি আবীর, পরমব্রত ও নুসরাতকে নিয়ে। সেখানে দম্পতি হিসেবে দেখা যেতে পারে আবীর-নুসরাতকে। পরে পরমব্রত অভিনীত চরিত্রের সঙ্গে নুসরাতের চরিত্রটির একটি সম্পর্ক তৈরি হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh