সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: তা‌বিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১২:১৫ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ০১:৩৮ পিএম

নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

সিটি নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লে‌য়িং‌ ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের (ডিএনসিসি) বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর উত্তর বাড্ডায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল বলেন, এখন পর্যন্ত লেভেল প্লে‌য়িং‌ ফিল্ড তৈরি হয়নি। শত বাধার পরও বিএন‌পির নেতাকর্মীরা শান্ত আ‌ছেন। তারা যতই উস্কানি দেক আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে মা‌ঠে আ‌ছি। মাঠে থাক‌বো।

তিনি বলেন, আমাদের প্রচারে বাধা সৃ‌ষ্টি করা হচ্ছে। কাউ‌ন্সিলরদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ইসি এখনো এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেয়‌নি।

তিনি ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় নিশ্চিত হবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, বিএন‌পি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বা‌সিদ আঞ্জু, ২১ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী এ‌ জি এম শামসুল হক, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এস এম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

মঙ্গলবার উত্তরের মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা, ৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর ওয়া‌র্ডে প্রচারণা চালা‌বেন তাবিথ আউয়াল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh