ভোট-পূজা একসঙ্গে হতে সমস্যা নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:২৮ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০, ১০:১০ এএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

আসন্ন ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ ও সরস্বতী পূজা একসঙ্গে হতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

একই সঙ্গে পূজার জায়গায় পূজা আর নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করার রিট আবেদন খারিজ করে দেয় আদালত। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে।

এসব ব্যাপারে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য নেই। কারণ নির্বাচন কমিশন আইন, সরস্বতী পূজা, এসএসসি পরীক্ষা, সব কিছু বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন যেটা, সে দিনটাই ঠিক করা হয়েছে।’

তিনি বলেন, ‘তারা আদালতে গিয়েছেন। আদালত উভয়পক্ষের কথা শুনে তারাও বিবেচনা করে দেখেছেন যে, ৩০ জানুয়ারি সর্বোত্তম দিন। তারা কনভিন্সড, যে কারণে বলেছেন যে ৩০ জানুয়ারি ভোট করতে কোনো বাধা নেই।’

ইসি সচিব বলেন, ‘যারা ধার্মিক, তারাও জানেন যে- আইনশৃঙ্খলা মানতে হয়। সবাই সচেতন নাগরিক। নির্বাচন জমে উঠেছে। সবাই নির্বাচনমুখী। আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করি না। এরপরও তারা আদালতে গেছেন। যে রায় এসেছে তারাও নিশ্চয় তা মাথা পেতে নেবেন।

তিনি আরো বলেন, ‘সব স্কুলে কিন্তু পূজা হয় না। বাকি স্কুলে যেখানে পূজা হবে, সে জায়গাটা ছেড়ে দেবে। আবার সরকারি অনেক অফিস, আদালতেও পূজা হয়। সেখানে অনেক রুম থাকে। তাই যেখানে পূজা হবে, সে রুম ছেড়ে দিয়ে অন্য রুমে নির্বাচনের ব্যবস্থা করা হবে। পূজার জায়গায় পূজা চলবে, নির্বাচনের জায়গায় নির্বাচন হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh