শীতকালীন জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন শাহীন একাডেমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:৩৯ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ১০:৫০ পিএম

শীতকালীন জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম উপ-আঞ্চলিক পর্যায়ের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, ফেনী। 

নোয়াখালী ও কক্সবাজার জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফেনী জেলার প্রতিনিধিত্বকারী এ দলটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে শাহীন একাডেমীর মুখোমুখি হয় নোয়াখালী জেলা দল। প্রথমে ব্যাট করে আট ওভারে ৮৪ রানের বিশাল টার্গেট দেয় নোয়াখালী জেলা দল। তবে টার্গেট তাড়া করতে বেগ পেতে হয়নি শাহীন একাডেমীর ব্যাটসম্যানদের। ৭ উইকেট হাতে রেখে ফাইনালে পৌঁছে যান তারা।

এদিকে ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৬৫ রান সংগ্রহ করে শাহীন একাডেমী। ৬৬ রানের টার্গেটে  ব্যাট করতে নেমে কক্সবাজার জেলা দল ৬ ওভারে ৪৩ রান করতে সক্ষম হন। ২২ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে এবার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবে দলটি।

শাহীন একাডেমীর টিম ম্যানেজার ও সহকারি শিক্ষক আবুল কালাম জানান, চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি দল হিসেবে সিলেটের মাটিতে স্বাগতিক সিলেট বিভাগের মুখোমেুখি হবে তারা। জয়ের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এর আগে ফেনী পাইলট স্কুল মাঠে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হন শাহীন একাডেমী দল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh