টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের সময়সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১ পিএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩২ পিএম

২০২০ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্টের সব খেলা। 

মূলত, বিশ্ব নারী দিবসকে উপলক্ষ করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপে ভাগ হয়ে দশটি দল অংশ নিবে এবারের আসরে। বাছাইপর্বের বাধা উতরিয়ে বিশ্বকাপের টিকেট কাটা বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। এই গ্রুপের অন্য চার প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেললেও বিশ্বকাপের মাধ্যমেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে সালমা-জাহানারারা। দুই গ্রুপের শীর্ষ চারদল সেমিফাইনাল খেলবে।

এক নজরে দেখে নিন বাংলাদেশ সময় অনুযায়ী টি- টোয়েন্টি নারী বিশ্বকাপের সময়সূচি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh