চীন ফেরত ৩১২ জনকে শনিবার ছেড়ে দেয়া হতে পারে: আইইডিসিআর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প ও সম্মিলিত সামরিক হাসপাতালে পর্যবেক্ষণে থাকা চীন ফেরত ৩১২ জনের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ছেড়ে দিতে পারে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তারা গত ১ ফেব্রুয়ারি থেকে সেখানে পর্যবেক্ষণে আছেন। 

গতকাল শুক্রবার আইইডিসিআর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, তারা সবাই ভালো আছেন। আইইডিসিআর এ যাবৎ মোট ৬২টি নমুনা পরীক্ষা করেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে কভিড-১৯ সংক্রমণের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি যে মোট চারজন বাংলাদেশের নাগরিক কভিড-১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন। আর কোয়ারান্টাইনে আছেন ছয়জন বাংলাদেশি নাগরিক।

আইইডিসিআর জানায়, তারা শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ করা ১৩ হাজার ৫৪২ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তাদের মধ্যে কেউ কভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হননি। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh