পুলিশের ধাওয়ায় জুয়াড়িদের নদীতে ঝাঁপ, একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪ এএম

সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে সে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

মোহাম্মদ আলী শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।

উপজেলার মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েকজন লোক তাস খেলছিল। গোপন সংবাদ পেয়ে ছাতক থানার সহকারি পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ও কনস্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় থাকা ব্যক্তিদের ধাওয়া করেন।

পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দেয় তারা। এক পর্যায়ে সাঁতার কেটে অন্যরা কূলে উঠলেও মোহাম্মদ আলী নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh