চীনে করোনায় আক্রান্ত ১,৭১৬ স্বাস্থ্যকর্মী, ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ এএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে চীনের এক হাজার ৭১৬ স্বাস্থ্যকর্মী সংক্রমণের শিকার হয়েছেন এবং ছয়জন মারা গেছেন। 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের ৮৭ দশমিক ৫ শতাংশই ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের।

আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের একজন নিং ঝু (ছদ্মনাম)। তিনি কাজ ছেড়ে কয়েক সপ্তাহ ধরে বাড়িতে ছিলেন। গত ২৬ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষার পর করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রাথমিকভাবে তাকে সন্দেহজনক তালিকায় রাখা হয়। সেসময় তাকে বলা হয় যে, তার শরীরের অন্যান্য জলীয় উপাদান পরীক্ষার পরেই চূড়ান্তভাবে জানা যাবে তিনি আক্রান্ত হয়েছেন কি না। তবে সেই পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে পাননি ঝু।

তিনি বলেন, আমাদের হাসপাতালের কর্মরত ১০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সন্দেহের তালিকায় আছেন। ইতোমধ্যে ৩০ জন কর্মীর ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঝুয়ের আশঙ্কা, তাদের হাসপাতালের ৫০০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ১৩০ জনেরও বেশি এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

তবে হুবেইয়ের কোন হাসপাতালের কাজ করছেন ঝু তার নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ছদ্মনাম ব্যবহারের অনুরোধ করেন তিনি।

চীনের সরকারি হিসাব অনুযায়ী, এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার ৫২৩ জন। আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন। -সিএনএন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh