সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৭:৫১ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২০, ০৭:৫২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন স্থগিত করা হয়।

অধিবেশন স্থগিতের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়ার পর তা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় ছিলো। শনিবার (২১ মার্চ) বেলা দুইটার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিষয়টি অনুমোদন দেন।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৩ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh