ঘরে থাকার আহ্বান নিয়ে মাশরাফির বার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১২:৫৭ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২০, ০৪:৫৫ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফী বিন মর্তুজা।  আহবানে তিনি কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র অমর পঙ্‌ক্তি স্মরণ করেছেন। 

তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়...।’


হেলাল হাফিজ ১৯৬৯ সালের গণ-আন্দোলনের প্রেক্ষাপটে লিখেছিলেন ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’। তখন জাতি ছিলো স্বাধীনতা-উন্মুখ, দেশ ছিলো টালমাটাল। এক কবিতা দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে রীতিমতো তারকা বনে যান। উত্তাল উনসত্তরের অগ্নিঝরা সময়ে ওই কবিতা লেখার পর কবির জীবনটাই বদলে যায়।

ক্রিকেট তারকা মাশরাফি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘নিরাপদে থাকুন, ঘরে থাকুন।’

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৮৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করণাভাইরাস। এতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৭ হাজার করোনা আক্রান্ত রোগী। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh