লা লিগাসহ স্পেনের ফুটবলে লকডাউন

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৭:৪৯ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে লা লিগাসহ স্পেনের সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) স্প্যানিশ সরকার ফেডারেশন ও লা লিগা এক যৌথ বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল ক্যালেন্ডার স্থগিত থাকবে।

মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগের কারণে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিলো লা লিগা। ওই সময়ে আগামী ৩ এপ্রিল খেলা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিলো।

পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে খেলা আবার শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

স্পেনের ফুটবলের নিয়ন্তা সংস্থা আরএফইএফের প্রধান লুইস রুবিয়ালেস গত সপ্তাহে মৌসুম বাতিলের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সমস্যা কেটে গেলে আবার খেলা শুরু হবে।

ইউরোপে ইতালির পর কভিড-১৯ রোগে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছে স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে স্পেনে ৩৩ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ১৮০ জনের বেশি।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh