অস্ট্রেলিয়ায় হোম কোয়ারেন্টিনে শাবনূর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০২:৩৬ পিএম

চিত্রনায়িকা শাবনূর।

চিত্রনায়িকা শাবনূর।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে। তাই এখন গৃহবন্দি অর্থাৎ স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন শাবনূর।

শাবনূর বলেন, ‘বাজার করা ছাড়া আপাতত বাসার বাইরে যাওয়া হচ্ছে না। পুরো অস্ট্রেলিয়া আতঙ্কিত। সিডনি থেকে মেলবোর্ন যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে এদেশের সরকার। ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও খাবার শেষ হয়ে আসছে। কী যে হবে। সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে।'

নিজের দেশের কথা প্রসঙ্গে শাবনূর বলেন, 'দেশ ও দেশের মানুষকে খুব মিস করছি। আল্লাহ যেন আমার প্রিয় বাংলাদেশকে ভালো রাখে।'

করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত সারা দুনিয়া। এই ভাইরাসের সংক্রমণ কমাতে বারবার বলা হচ্ছে বিপদজনক কয়েকটা দিন ঘরে থাকার জন্য। তাই একের পর এক লকডাউন হয়ে পড়েছে বিশ্বের ব্যস্ত সব শহর ও সব প্রতিষ্ঠান। 

ডিসেম্বরের শেষে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ৯৮৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh