হোয়াটসঅ্যাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০২:৫২ পিএম

করোনাভাইরাস নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে হোয়াটসঅ্যাপে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এ সেবা নিতে পারছে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। 

এই ম্যাসেজিং সেবাটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে তথ্য পৌঁছাতে পারবে।

তাদের দেয়া নম্বর +৪১৭৯৭৮১৮৭৯১ মোবাইলে সেইভ করে হোয়াটসঅ্যাপ থেকে শুধু 'Hi' লিখে সেন্ড করলেই আক্রান্তের সংখ্যা কত, নিজেকে সুরক্ষিত রাখতে কী করতে হবে সব জানিয়ে দেবে।

এমনকি বিভিন্ন প্রশ্নের উত্তর, তথ্য যাচাই, ভ্রমণবিষয়ক পরামর্শ ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবর জানতে প্রতিটি বিষয়ের পাশে থাকা নির্ধারিত সংখ্যা লিখে সেন্ড করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্তারিত তথ্য জানা যাবে।

এরপর একটি মেসেজ আসবে আপনার ফোনে। এরপর থেকে আপনি নিয়মিত আপডেট পাবেন। 

প্রাথমিকভাবে পরিসেবাটি ইংরেজিতে চালু হলেও ইংরেজি, আরবি, চিনা, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায়ও এই সেবা পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh