যেভাবে ওয়াইফাই ফাস্ট করবেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৩:১৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২০, ০৩:৪১ পিএম

অনেকেই বাসায় বসে ফ্রিল্যান্সিং করেন। কেউবা আবার অফিসের কাজসহ বিভিন্ন কাজ করেন। এসময় ইন্টারনেটের গতিও থাকা চাই ফাস্ট। যদি আপনার ওয়াইফাই অত্যন্ত ধীরগতির হয়, তাহলে তা ফাস্ট করার কিছু উপায় জেনে নিন: 

১. রাউটার যতোটা সম্ভব ওপরে রাখুন। এর আশেপাশে কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস থাকলে সিগনালে বাঁধা পায়। তাই রাউটার ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখুন।  ফ্লোর বা নিচু জায়গাতেও রাউটার রাখা যাবে না।

২. ইন্টারনেট সেবা দাতারা বেশিরভাগ সময়ই রাউটার অন-অফ করার পরামর্শ দিয়ে থাকেন। আপনি সেটি না করে রাউটারের ফার্মওয়্যার সর্বশেষ সংস্করণে আপডেটেড রাখার চেষ্টা করুন।

৩. ওয়াইফাই রাউটার পুরো বাড়ির কেন্দ্রস্থলে রাখুন। এতে বাড়ির সম্ভাব্য যে জায়গাতেই বসে ইন্টারনেট ব্যবহার করেন না কেন, ওয়াইফাইয়ের সর্বোচ্চ সিগনাল পাওয়া যাবে।

৪. অনেক সময় পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে অননুমোদিত কেউ নেটওয়ার্কে যুক্ত হয়ে যায়। এতে গতি কমে যেতে পারে। তাই শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করতে হবে।

৫. অনেক সময় ম্যালওয়ারের কারণে ওয়াইফাইয়ের ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সেক্ষেত্রে ম্যালওয়্যার রিমুভ করে নিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh