করোনা মোকাবেলায় ১০ লাখ ইউরো দিলেন মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৭:৩৩ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ মোকাবেলায় সাধ্যমতো অনেক তারকারাই সহযোগিতা করছেন। এবার করোনা মোকাবেলায় ১০ লাখ ইউরো দান করেছেন লিওনেল মেসি।। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২০ লাখ টাকার এই অর্থ তিনি বার্সেলোনার একটি সর্ব সাধারণের হাসপাতালে দিয়েছেন।

স্প্যানিশ পত্রিকা মার্কা অবশ্য জানিয়েছে, এই অর্থ মেসি বার্সেলোনার একটি ক্লিনিক ও আর্জেন্টিনার আরেকটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে দিয়েছেন।

তবে মুন্দো দেপোর্তিভো জানায় আর্জেন্টিনায় তিনি আলাদাভাবে দান করেছেন।

বার্সেলোনার হাসপাতাল কর্তৃপক্ষ মেসির এই দানের জন্য একটি টুইট করে জানায়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে মেসি এই ক্লিনিকে দান করেছেন। ধন্যবাদ মেসি তোমার সমর্থন ও প্রতিশ্রুতি পূরণ করার জন্য।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ১৮ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ৬ হাজার ৭২০ জন। ইতালির পর ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। আর মৃত্যুর সংখ্যায় প্রায় ৩ হাজার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh