ফিরে গেলেন জামাল ভূঁইয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১১:৪০ পিএম

প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকায় অপবসর সময় কাটছিলো জামাল ভূঁইয়ার। করোনাভাইরাসের কারণে পরিবার-পরিজন নিয়ে চিন্তিত ছিলেন তিনি। একদিন আগে লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়ায় জামাল নিজ উদ্যোগে টিকিট কেটে ঢাকা ছেড়েছেন।

থাই এয়ারওয়েজের ফ্লাইটে একদিন আগেই ঢাকা ছেড়েছেন জামাল। এরই মধ্যে ডেনমার্কে পৌঁছেও গিয়েছেন। সেখানে তার বাবা-মাসহ অন্যরা আছেন। ডেনমার্ক থেকে সুযোগ পেলে জার্মানিও যেতে পারেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

জার্মানিতে তার সদ্যবিবাহিত স্ত্রী আছেন। ঢাকা ছাড়ার আগে সাইফ স্পোর্টিংয়ের এই মিডফিল্ডার পরিবার-পরিজনের কথা বারবারই বলেছেন। বিশেষ করে তার বয়স্ক বাবা-মাকে নিয়ে ছিলেন চিন্তিত।

জামালের ঢাকা ছাড়া প্রসঙ্গে তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘জামাল মঙ্গলবার ডেনমার্কে ফেরার টিকেট কেটেছে নিজ উদ্যোগে। থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে এরই মধ্যে সে সেখানে (ডেনমার্কে) পৌঁছেও গেছে। এখন সে তার পরিবারের সঙ্গে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh