মারা গেছেন সত্যজিৎ রায়ের প্রিয় আলোকচিত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১১:১০ এএম

নিমাই ঘোষ।

নিমাই ঘোষ।

মারা গেছেন খ্যাতনামা আলোকচিত্রী নিমাই ঘোষ (৮৬)। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের প্রিয় আলোকচিত্রী।

বুধবার (২৫ মার্চ) সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নিমাই ঘোষ। গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়াদাওয়াও করতে পারছিলেন না। অবশেষে বুধবার তিনি পরপারে পাড়ি জমান।

এদিন দুপুরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়ানে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

নিমাই ঘোষের জন্ম হয় ১৯৩৪ সালে। সত্যজিৎ রায়ের সাথে তার বহু ছবিতে কাজ করেছেন তিনি। কাজ শুরু করেন গুপী গাইন বাঘা বাইন ছবির মাধ্যমে। তারপর 'ঘরে বাইরে', 'হীরক রাজার দেশে', 'আগন্তুক' সহ বহু ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন।

২০০৭ সালে জাতীয় পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও ছিলেন তিনি। পরে ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন এই আলোকচিত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh