মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০১:৪৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২০, ০১:৫৫ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোয় নওগাঁর বদলগাছীর এক মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অই শিক্ষকের নাম মোজাফর হোসেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম মাদ্রাসায় গিয়ে এই জরিমানা করেন।

মোজাফর হোসেন চাংলা জে. এম বহুমূখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

নাহারুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরাধে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ও কোচিং বন্ধ ঘোষণা করেছে। কিন্তু মোজাফর হোসেন ২০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। তাই তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh