করোনা রোধে জীবাণুনাশক ছিটাচ্ছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০২:০৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম ফায়ার সার্ভিস রাস্তাঘাটসহ জনসমাগম হয়- এমন এলাকাগুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় নগরের সিনেমা প্যালেস থেকে এ পানি ছিটানোর কাজ শুরু করেন তারা।

নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৫টি গাড়ি পানি ছিটানোর কাজ করছে। এরমধ্যে তিনটি আড়াইশ সিসির গাড়ি, একটি ৬ হাজার লিটার পানি বহনকারী গাড়ি রয়েছে।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে।

চট্টগ্রাম জোন-টু এর উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, প্রথম দিন আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে পুরো শহরে ব্লিচিং পাউডারের পানি ছিটাবে ফায়ার সার্ভিস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh