চীন থেকে করোনা পরীক্ষার কিট-পিপিই আসছে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৩:২০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২০, ০৪:৩১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে দ্বিতীয় ধাপে মেডিকেল সরঞ্জাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আসছে। 

এতে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে।

মেডিকেল সরঞ্জাম বহনকারী বিশেষ ফ্লাইটটি সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি বলেন, মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে করোনা পরীক্ষার ১০ হাজার কিট এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম রয়েছে।

চীন দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিকেল সরঞ্জাম আসছে। বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেডিকেল ইকুইপমেন্টগুলো সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh