পাবনায় ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৩:৩৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২০, ০৩:৪২ পিএম

পাবনার ম্যাপ।

পাবনার ম্যাপ।

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে ট্রাক উল্টে সোহবার মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী মারা গেছেন।  তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যস্থতায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 

এর আগে ভোরে নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মুলাডুলি রেলগেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার দৌলতপুর গ্রাম থেকে আলু নিয়ে একটি ট্রাক কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলো। পথে মুলাডুলি রেলগেটের কাছে সোহবার মোল্লা রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকচালক তাকে বাঁচাতে ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দুর্ঘটনার পর চালক এবং তার সহকারী (হেলপার) ট্রাক রেখে পালিয়ে গেছে। 

নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh