১২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৬:৪৫ পিএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা তার নিজস্ব তহবিল থেকে কর্মহীন এক হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। করোনাভাইরাসের প্রদুর্ভাবে সৃষ্ট সংকটের মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকে এই সহায়তা দেয়া শুরু হয়েছে।

সহায়তার মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য পাঁচ কেজি করে চাল এবং এক কেজি করে তেল, ডাল, আলু, লবন ও একটি করে লাইফবয় সাবান। 

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস জানান, ‌‌নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ১২০০ পরিবারের মঝে এই সহায়তা দেয়া হচ্ছে। তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে সহায়তার মালামাল পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, এমপি মাশরাফি নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য ২০০ পিপিই-এর ব্যবস্থা করেছেন এবং পরে আরো ৩০০ পিপিই-এর ব্যবস্থা করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh