অসহায় মানুষের পাশে রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০৮:৩৬ পিএম

ব্যক্তিগতভাবে দুস্থদের জন্য খাবার সহায়তা নিয়ে রাস্তায় নেমে এলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। কয়েকদিন আগেই মুনাফালোভী ব্যবসায়ীদের উদ্দেশ্যে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে রুবেল বলেছিলেন, ‘মুনাফালোভীরাই আসল করোনাভাইরাস।’

বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকায় একটি পিকআপে করে চাল-ডাল নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন জাতীয় দলের এই পেসার। দুস্থ-অসহায়দের সাহায্যার্থে ৫কেজি চাল, ১কেজি করে ডাল, আলু, পেয়াজ, লবন, তেল ও সাবান নিয়ে প্যাকেট করেন তিনি। সেগুলোই বিতরণ করেন গরীব অসহায়দের মাঝে।

এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। সেখানে তিনি লেখেন, ‘এখন সময় আতংকিত হবার নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশেপাশের মানুষ-জনকে সাহায্য করার। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

খাবার বিতরণ প্রসঙ্গে গণমাধ্যমকে রুবেল বলেন, ‘২১৫ প্যাকেট বিতরণ করেছি কাল। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেঁয়াজ, সাবান, লবণ, তেল ইত্যাদি। সামগ্রিক বিচারে এটা কিছুই নয়। তবুও কিছু মানুষের উপকার তো হলো।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh