করোনায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১১:০৩ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২০, ০৬:১০ পিএম

সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্নাইলাহি...রাজিউন)। তিনি  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) ভো‌রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সিরাজুল ইসলামের জামাতা সুনেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলো। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দুইবা‌র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনীতিতে আসেন। মহান মু‌ক্তিযুদ্ধেও ছিলো তার অসামান‌্য অবদান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh