শপথ নিলেন তিন এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৭:০৭ পিএম

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন শফিউল ইসলাম মহিউদ্দীন, উম্মে কুলসুম স্মৃতি ও আমিরুল ইসলাম মিলন। 

শনিবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপনির্বাচনে বিজয়ী তিন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

মৃত্যু ও পদত্যাগজনিত কারণে শূণ্য হওয়া আসনে গত ২১ মার্চ তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তিন আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করেন।

শপথ নেয়া তিনজন সংসদ সদস্য হচ্ছেন, সংসদীয় আসন ১৮৩ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দীন, সংসদীয় আসন-৩১ গাইবান্ধ-১ উম্মে কুলসুম স্মৃতি ও সংসদীয় আসন ৯৮ বাগেরহাট-৪ এর আমিরুল ইসলাম মিলন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দূরত্ব বজায় রেখে তিনজন নবনির্বাচিত সদস্যকে শপথ পাঠ করানো হয়। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh