ঈদে সালমান-মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২০, ১২:১৩ পিএম

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার একটি দৃশ্য।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার একটি দৃশ্য।

এবারের ঈদকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাগরিক টেলিভিশন। অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আলোচিত এবং ব্যবসাসফল একাধিক সিনেমা। তার মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটিও। 

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে নব্বই দশকের সাড়া জাগানো ও অন্যতম ব্যবসাসফল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান।

এর আগে ঈদের দিন বিকেল ৩টায় নাগরিকের পর্দায় প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। এটি শাকিব প্রযোজিত প্রথম সিনেমা। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি।

এ ছাড়া একাধিক নতুন সিনেমা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক। যার মধ্যে কিছু সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “বিশেষ দিবসে আমরা দর্শকের চাহিদা মাথায় রেখে বিশেষ আয়োজন করে থাকি। এবারের ঈদেও দর্শকের জন্য চমকপ্রদ এবং আকর্ষণীয় সব আয়োজন থাকছে।”

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh