ঋণ প্যাকেজ বাস্তবায়নে এসবিএসি ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০১:১৯ পিএম | আপডেট: ২০ মে ২০২০, ০১:২২ পিএম

করোনাভাইসের উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃহৎশিল্প ও সেবাখাতের জন্য ত্রিশ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস, সাউথ বাংলা ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট  জিয়াউল লতিফ প্রমুখ।

এই ঋণ প্যাকেজের আওতায় গ্রাহকরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন, বাকি সাড়ে ৪ শতাংশ সুদ সরকার ব্যাংকগুলোকে ভর্তুকি দেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh