গমচাষী আব্বা- এক

পলিয়ার ওয়াহিদ

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গাভিন ধানক্ষেতের আইলে বসলে

হতে মন চায়- গাঙ ফড়িং

তখন পড়তে ইচ্ছে করে

আব্বার কপালে জমা টলটলে ঘাম

নুনের প্রকৃত ইতিহাস!

আব্বা বারবার বলে- নুন নয় বাবা

শিকড়ে রসের খুব দরকার

তোমরাই উরবর ও রসালো হও।


আর এই যে আমার মা-

তাঁর দিকে তাকালে যে কেউ

স্বীকার করবে- আমার আব্বাই

পৃথিবীর পোরথম গমচাষি!

কারণ হাওয়ার মতো

বাপের অগোছালো সংসার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh