দুঃসময়ে মাহমুদউল্লাহর পাশে ছিলেন শচিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২০, ০১:১১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭ সালের জুলাইয়ে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। তারপর নিজেকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে ক্যারিয়ারের শুরুতেই সাফল্য আসেনি। এমনকি স্পন্সরও জোটেনি তার ভাগ্যে। কিন্তু সে সময় তাকে সহোযোগিতা করেছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার।

বৃহস্পতিবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে এক ফেসবুক লাইভে এ কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ নিজেই। তবে প্রসঙ্গটা এনেছিলেন জনপ্রিয় সঞ্চালক কাজী সাবির। শচিনের সেই সফরের কথা মনে করিয়ে দিতেই নিজ থেকে বাকিটা বলেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘উনার (শচিন) সাথে খেলেছি ২০০৮ সালে। হোম সিরিজ ছিল আমাদের। আমার অভিষেক হয়েছিল ২০০৭ সালের জুলাইয়ে। ওই সিরিজটাতে আমি মোটামুটি ভালোই করেছিলাম। একদিন আমি অনুশীলন থেকে বাসায় ফিরছিলাম। তখন গাড়িতে একজন আমাকে ফোন দেয়। তখন শচিন স্যারের স্পন্সর অ্যাডিডাস। যেহেতু আমি তরুণ ক্রিকেটার, তখন আমার কোন স্পন্সর ছিলো না। উনি আমাকে বললেন যে, শচিন স্যার সুপারিশ করেছে আপনাকে স্পন্সর করার জন্য।’

শচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না কী বলব। তখন আমি তাকে ধন্যবাদ দেই। হয়তো সামনাসামনি কখনও বলা হয়নি। উনার খেলা দেখে বড় হয়েছি, উনার সঙ্গে খেলতে পারা সৌভাগ্য বলতে হয়। উনার কাছ থেকে এতো বড় কমপ্লিমেন্ট এবং সাজেশন পাওয়া অনেক বড় অর্জন। উনাকে সত্যি অনেক ধন্যবাদ।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh