করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ০৩:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন। শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১০টাযর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ।

শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩০ হাজার ২০৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh