ইতিহাসে ২৩ মে: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৮:৪৮ এএম | আপডেট: ২৩ মে ২০২০, ০৮:৫২ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম

১৯৪৩ - বন্যপ্রাণ সংরক্ষণবাদী এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা রোমুলাস হুইটাকের জন্মগ্রহণ করেন। 

১৯৪৭ - ব্রিটিশ ভাষাবিজ্ঞানী বার্নার্ড কম্‌রি জন্মগ্রহণ করেন। 

১৯৫১ - দাবার বিশ্ব চ্যাম্পিয়ন আনাতোলি কারপভ জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৫৭ - ফরাসি গণিতবিদ অগুস্তাঁ লুই কোশি মৃত্যুবরণ করেন। 

১৯০৬ - নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেন মৃত্যুবরণ করেন। তিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।

১৯৯১ - স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাস রায় মৃত্যুবরণ করেন। 

২০০২ - বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেত মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh