মঙ্গাকে জাদুঘরে পাঠানো হয়েছে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ১০:০৭ এএম | আপডেট: ২৩ মে ২০২০, ১২:২৮ পিএম

মঙ্গাকে জাদুঘরে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

তিনি বলেন, দেশে এখন আর কোন অভাব নেই। ফসলে ফসলে মাঠ ভরে যায়। কৃষকরা ধান উৎপন্ন করে সরকারি গুদামে বিক্রি করে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরে। এ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শুক্রবার (২২ মে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা। সব জমিতে ফসল ফলিয়ে দেশকে আরো এগিয়ে নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহনান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, কৃষি অফিসার মাহফুজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, বালিজুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, চাতাল মিল মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সেলিম প্রমুখ।

চলতি মওসুমে মাদারগঞ্চ উপজেলায় এক হাজার ৯৬৭ মে. টন ধান, এক হাজার ২৬৩ মে. টন চাল ও ৬০ মে. টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh