লালমনিরহাট থেকে ট্রেন চলাচল শুরু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৭:৫৬ পিএম

ছবি: লালমনিরহাট প্রতিনিধি

ছবি: লালমনিরহাট প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬৫দিন বন্ধ থাকার লালমনিরহাট রেলওয়ে বিভাগ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ১০টায় দেড় শতাধিক যাত্রী নিয়ে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহের মাধ্যমে যাত্রীরা আসন নম্বর সংগ্রহ করে।

যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা, মাক্স পরা, অসুস্থ মানুষকে ভ্রমণ না করা, ট্রেনে খাবার সামগ্রী বিক্রয় বন্ধ, ভিক্ষুক, হকার প্রবেশ করতে না দেয়াসহ ১৬টি নিয়ম মেনে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে।

যাত্রী ছিলো দেড় শতাধিক। এ সময় লালমনিরহাট স্টেশনে রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার তপন কুমার জানান, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হলে সকল রুটে ট্রেন চলাচল শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh