গোপালগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৪৬ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মশা নিধনকারী ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে পৌরসভায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের এলাকায় মটরচালিত যন্ত্রের মাধ্যমে মশা বিনাশকারী তরল ওষুধ স্প্রে করা হয়।

শারীরিক দূরত্ব বজায় রেখে এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি) আব্দুল্লাহ আল বাকী, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, কাউন্সিলর আল-আমীন, পৌর সচিব কে জি এম. মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনুর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার সব ওয়ার্ডে স্প্রে করার জন্য মোট ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, পৌরসভার উদ্যোগে শুধু মশা নিধনকারী ওষুধ ছিটানো হলেই মশা নিধন হবে না। প্রত্যেককে নিজ উদ্যোগে যার যার ঘর-বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh