রাঙ্গামাটিতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৬:১০ পিএম

রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী বাজার এলাকায় আব্দুল সোবাহান (৭০) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (৬ জুন) বিকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ লোকটির ছেলে সবুজের দোকানের এক কর্মচারির করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর থেকে তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হলেও তার রিপোর্ট এখনো আসেনি। বৃদ্ধ লোকটি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, মৃত বৃদ্ধ লোকটির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তার আবারো নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিট্রেট পল্লব দাশ জানান, মৃত ব্যক্তিটির করোনা উপসর্গ ছিলো, তবে আমরা আবারো নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠাবো। সকল স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh