ভারতীয় ১০ সেনাকে মুক্তি দিলো চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২০, ১১:০১ এএম

লাদাখ সীমান্তে সোমবার চীনা সেনাবাহিনীর সাথে সংঘাতের জেরে আটক ১০ ভারতীয় সৈন্যকে মুক্তি দিয়েছে চীন।

ভারতীয় সংবাদ মাধ্যম 'দ্য হিন্দু' সেনাবাহিনীর কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, ছাড়া পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্নেল এবং তিনজন মেজর রয়েছেন।

তবে ভারত সরকার এই খবর সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। এমনকি কোনো সদস্য যে নিখোঁজ ছিলেন, সেটিও নিশ্চিত করেনি ভারত।

গালওয়ান উপত্যকায় হওয়া সংঘাতে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয় এবং সংঘাতের পর দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় আরো অন্তত ৭৬ জন ভারতীয় সৈন্য আহত হলেও চীন সৈন্য হতাহতের ঘটনা স্বীকার করেনি।

ভারতীয় সেনাবাহিনী বিবিসির কাছে একটি ছবি পাঠিয়ে দাবি করেছে, গালওয়ান ভ্যালির সংঘর্ষে চীন এই হাতে তৈরি লোহার রড অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। তবে চীন বা ভারত কোনো দেশের সেনাবাহিনীই এই অস্ত্র ব্যবহার সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এই গালওয়ান উপত্যকার আবহাওয়া অত্যন্ত বৈরি। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে। এলাকাটি ভূ-প্রাকৃতিক পরিবর্তনের ঝুঁকির মুখে থাকে, যার ফলে স্পষ্ট সীমানা নির্ধারণ আরো কঠিন হয়ে যায়।


সূত্র: বিবিসি বাংলা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh