প্রিয় স্বদেশ

গোলাম নবী পান্না

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৫:৪১ পিএম

প্রিয় স্বদেশ মায়ায় টানে

ছায়া এঁকে যায়

সেই ছায়াটি পড়ে এসে

তোমার আমার গায়।


কীভাবে তা বলছি শোনো

এসো গাছের কাছে

পাতারা সব  ছায়া  হয়ে

পায়ের কাছে নাচে।


আবার দেখো নদীর মাঝে

ঢেউ করে যায় খেলা

মজারই এক ছবি ভাসে

ডুবতে গেলে বেলা।


শীতল হাওয়ার পরশ এঁকে

বাতাস বয়ে চলে

পাহাড়ঘেঁষে ঝরনা ঝরে

ঝলমল জলে।


ক্ষেতে সোনার ফসল ফলে

আমরা খেয়ে বাঁচি

দেশকে ভালোবেসে সবাই

মিলেমিশে আছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh