বাংলাদেশ, এই তোমাকে কি আমি.....

জোবায়ের মিলন

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০৩:২১ পিএম | আপডেট: ২৭ জুন ২০২০, ০৩:২৩ পিএম

বাংলাদেশ, এই তোমাকে কি আমি বুকের অলিন্দে সানন্দে এঁকেছি

বাংলাদেশ, এই তোমাকে কি আমি কল্প-ছায়ায় আনন্দে ভাসিয়েছি

বাংলাদেশ, এই তোমাকে কি আমি ঘুমের ভেতর স্বপ্ন দেখেছি

বাংলাদেশ, এই তোমার কথাই কি আমি কবিতায় লিখতে চেয়েছি- বারবার?


কৃষকের ঘরে বাংলাদেশ-

শ্রমিকের ঘরে বাংলাদেশ-

কামারের ঘরে বাংলাদেশ-

কুমারের ঘরে বাংলাদেশ-

বাংলাদেশ-


চায়ের দোকানে বাংলাদেশ-

নুনের দোকানে বাংলাদেশ-

টার্মিনালে বাংলাদেশ-

জংশনে বাংলাদেশ-

বাংলাদেশ-

ষোলো কোটি চোখে বাংলাদেশ-

জয়ের নিশানে বাংলাদেশ-

সাগরে সাহসে বাংলাদেশ-

গর্জে ওঠা বাংলাদেশ-

বাংলাদেশ-


বাংলাদেশ, এই তোমাকে কি আমি বরণ করেছি স্মরণে

বাংলাদেশ, এই তোমাকে কি আমি মেনেছি আমার মরণে

বাংলাদেশ, এই তোমাকে কি আমি চেয়েছি আমার বিশ্বচরণ ধরনে?

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh