নাসিমকে 'কটুক্তি': রাবি শিক্ষক কাজী জাহিদ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০৫:৩৯ পিএম | আপডেট: ২৭ জুন ২০২০, ০৮:৫৯ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটুক্তির অভিযোগে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৭ জুন) সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এক সিসিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম বলেন, আজকের সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে (কাজী জাহিদ) সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটুক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১৭ জুন মধ্যরাতে অধ্যাপক কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh