জুলাইয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১০:০৭ এএম

ঢাকা থেকে আগামী ১ জুলাই ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে টার্কিশ এয়ারলাইনস। রবিবার (২৮ জুন) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইনসটিকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, টার্কিশ এয়ারলাইনস প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। রবি, মঙ্গল ও শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে তাদের ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে ও কাতার রুটে এবং ২১ জুন থেকে এমিরেটসকে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh