ত্রাতা কাসেমিরোর গোলে শীর্ষে রিয়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:১৪ পিএম

স্প্যানিশ লা লিগায় তলানির দল এসপানিওলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রবিবার রাতে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

ম্যাচের ৪৫তম মিনিটে করিম বেনজেমার ব্যাক-হিল পাস থেকে গ্যালাটিকোদের এগিয়ে দেন কাসেমিরো।  গোল হজমের পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ করে স্বাগতিকরা। কিন্তু পাঁচটি দুর্দান্ত সেভ করেন বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া।

লা লিগার আর মাত্র ৬ ম্যাচ বাকি। লিগ জিততে রিয়ালকে বাকি ৫টি ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র করলেই চলবে। অন্যদিকে, লিগ জিততে বার্সাকে নিজেদের সব ম্যাচ জয়ের পাশাপাশি রিয়ালের পয়েন্ট হারানোর কামনা করতে হবে। ২০১২ সালে শেষবার লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। 

৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh