করোনা উপসর্গে রতন’স ডেন্টালের ডা. রতনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০১:০৭ পিএম | আপডেট: ২৯ জুন ২০২০, ০২:০৪ পিএম

ডা. সৈয়দ তমিজুল আহসান রতন

ডা. সৈয়দ তমিজুল আহসান রতন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রখ্যাত দন্ত চিকিৎসক রতন’স ডেন্টালের চিফ কনসালটেন্ট ডা. সৈয়দ তমিজুল আহসান রতন মারা গেছেন।

আজ সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. রতনের ঘনিষ্ঠ ডেন্টিস্ট ও কলামিস্ট ডা. সায়ান্থ সাখাওয়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার গভীর রাতে কভিড-১৯ উপসর্গ নিয়ে ডা. রতন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার করোনার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হলেও রিপোর্ট আসার আগেই মারা যান তিনি।

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার এ নাঈম বলেন, ৩১ মে থেকে ডা. রতনের জ্বর ছিল। তিনি বাড়িতেই চিকৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে বারডেম হাসপাতালে যান। সেখান থেকে রবিবার তাকে তাদের হাসপাতালে আনা হয়।  তিনি কভিড-১৯ সাসপেক্টেট ছিলেন। রবিবার তার টেস্ট করা হয়েছে। কিন্তু রিপোর্ট আসেনি। তার ফুসফুসের যে অবস্থা হয়েছিল তা কভিড সংক্রমণ হলে হতে পারে।

ডা. রতন ১৯৫৭ সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিও নেন। তিনি বাংলাদেশে আধুনিক ডেন্টিস্ট্রির অন্যতম দিকপাল ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh