ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেবে গুগল পে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৫:২৬ পিএম

ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ গুলোকে ঋণ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে গুগল পে। প্রাথমিক পর্যায়ে তারা ভারতের কয়েক মিলিয়ন মার্চেন্টকে এ সুবিধা দেবে। 

মূলত তারা গুগল পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাছাই করে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। এজন্য গুগল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র পরিচালক অম্বরীশ কেঙ্ঘরে জানিয়েছেন, গুগল পে ভারতের তিনটি শীর্ষস্থানীয় ব্যাংকের সাথে কাজ করছে। প্রায় তিন মিলিয়ন ভেরিফায়েড মার্চেন্টকে তারা ঋণ দেয়ার কথা ভাবছে।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, গুগল পে- এর বিজনেস অ্যাপ ২০১৯ সালে লঞ্চ করেছিলো সংস্থাটি। এখন পর্যন্ত ৩০ লাখ ব্যবসায়ী এখানে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে ভারতে সরকারি হিসেব অনুযায়ী ৬ কোটি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প রয়েছে। 

করোনাভাইরাসের কারণে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ঋণ গ্রহণের মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করা হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh